ইউক্রেনে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপে রাশিয়ার বিপুল পরিমাণ সম্পত্তি জব্দ করা হয়। এখন খবর বেরিয়েছে এসব সম্পত্তি ইউক্রেনকে সহায়তা হিসেবে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন।
বলা হয়েছে, রাশিয়ার সম্পত্তি যদি ইউক্রেনকে দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তাছাড়া পাল্টা পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক চ্ছিন্ন করা হবে বলেও জানানো হয়েছে।
ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র জানিয়েছেন, বাইডেন প্রশাসন ও ইউরোপের নেতারা যদি রাশিয়ার সম্পত্তি জব্দ করে রাখে তাহলে রাশিয়াও তাদের ছেড়ে দেবে না।
এর আগে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার জব্দ করা সম্পত্তির বিষয়ে জি৭ ভুক্ত দেশের সঙ্গে আলোচনা করেছেন বাইডেন প্রশাসন। এসব সম্পত্তি ইউক্রেনের যুদ্ধ সহায়তায় ব্যয় করা যায় কি না তা নিয়েও আলোচনা হয়েছে।