যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার এক ছাত্রকে নিজেই করোনার টিকা দিয়েছেন। অথচ তার চিকিৎসা সংক্রান্ত কোনো যোগ্যতা বা অনুমোদন নেই।
দেশটির পুলিশ জানিয়েছে, লরা রুসো নামের ওই শিক্ষিকা তার বাসায় ছাত্রকে টিকা দিয়েছেন। কিন্তু টিকা দেওয়ার কোনো অনুমোদন তার ছিল না এবং তিনি ওই ছাত্রের বাবা-মায়ের সম্মতিও নেননি। খবর বিবিসি অনলাইনের।
৫৪ বছর বয়সী এই শিক্ষক জীববিজ্ঞান পড়ান। নতুন বছরের প্রাক্কালে তিনি গ্রেপ্তার হন। অভিযোগ প্রমাণিত হলে চার বছরের জেল হতে পারে তার। ১৭ বছর বয়সী ওই ছাত্র করোনার টিকা চেয়েছিল বলে জানা গেছে।
সঠিকভাবে ইনজেকশন না দিলে তা ক্ষতিকর হতে পারে। চিকিৎসক এবং অনুমোদনপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের এটা নিশ্চিত করতে হয় যে, যে টিকা দেওয়া হবে তা নকল বা মেয়াদোত্তীর্ণ নয়। এছাড়া রোগীর অতীত স্বাস্থ্যগত অবস্থার ব্যাপারেও জিজ্ঞাসা করা উচিত এবং টিকা দেওয়ার পর রোগীর প্রতিক্রিয়াও পর্যবেক্ষণ করতে হয়।