ভারত-চীন সীমান্ত থেকে নিখোঁজ হয়েছেন ১৯ ভারতীয় শ্রমিক। অরুণাচল প্রদেশের কাছে কুরুং কুমে জেলা থেকে নিখোঁজ হন তারা। বর্তমানে শ্রমিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই শ্রমিকরা ডমিন এলাকার রাস্তা তৈরির কাজ করতে আসাম থেকে অরুণাচল প্রদেশ গিয়েছিলেন। এই এলাকাটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে খুব বেশি দূরে নয়।
এদিকে একটি অসমর্থিত সূত্র থেকে বলা হয়েছে, কুমে নদীতে এক শ্রমিকের মরদেহ পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এক ঠিকাদারের অধীনে কাজ করছিলেন ওই শ্রমিকরা। সেই ঠিকাদারের অভিযোগ, গত ৫ জুলাই থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না শ্রমিকদের।
ওই ঠিকাদার জানান, ঈদ উপলক্ষে বাড়ি যেতে দেওয়া হয়নি শ্রমিকদের। সেই রাগেই কাজ ছেড়ে পালিয়ে গিয়েছেন তারা।
স্থানীয় পুলিশ ধারণা করছে, জঙ্গল পেরিয়ে পালানোর চেষ্টা করেছিলেন শ্রমিকরা। সে সময় পথ হারিয়ে নিখোঁজ হন তারা।