English

15 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

চীন সীমান্তে টহলরত সেনাদের ‘হিমবীর’ বললেন অমিত শাহ

- Advertisements -

ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে টহলরত সেনাদের হিমবীর (বরফি বাহাদুর) বলে আখ্যায়িত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার এক অনুষ্ঠানে চীনকে কড়া বার্তা দিয়ে অমিত শাহ বলেন, আইটিবিপির জওয়ানরা যখন সীমান্তে থাকে, তখন কেউ আমাদের এক ইঞ্চি জমিও দখল করতে পারে না।  এসময় জওয়ানদের ‘হিমবীর’ (বরফি বাহাদুর) বলেও প্রশংসা করেন তিনি।

অমিত শাহ বলেন, আইটিবিপি সবচেয়ে দুর্গম এলাকাতে কাজ করে। মাইনাস-৪২ ডিগ্রি তাপমাত্রাতে দেশের সুরক্ষাতে তারা দিনের পর দিন দাঁড়িয়ে থেকে প্রহরা দেন। আর দৃঢ় মনোবল আছে বলেই তা সম্ভব হয়। যেখানে এই সৈন্যরা নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে, সেখানে ভারতের এক ইঞ্চি জমিও ঘেরাও করার সাহস কারো নেই।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি, সীমান্তে আইটিবিপির একেবারে সাহসী এবং দক্ষ জওয়ানরা প্রহরায় রয়েছে। আর তারা যখন সেখানে রয়েছে তখন চীন সেখানে কিছু করতে পারে তা ভাবাই উচিৎ নয়।

গত কয়েকমাসে চীন সীমান্তে আইটিবিপি জওয়ানের সংখ্যা বাড়িয়েছে ভারত। সীমান্ত জুড়ে বিমানবাহিনীর তৎপরতাও বাড়িয়েছে দেশটি। সীমান্তের ওপারে সমান তৎপর চীনও।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন