জিয়াংসি প্রদেশের শাংলি কাউন্টির এক বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তির পুরো নাম জানা না যায়নি। তবে তার ডাকনাম ”হুয়াং”। শুক্রবার রাতের ওই ঘটনার পর তাকে আটক করা হয়েছে এবং “আইনী ব্যবস্থায় কঠোর বিচারের” মুখোমুখি করা হবে বলেও কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।
হুয়াংকে কেন আগেই আটক করে হেফাজতে আনা হয়নি এবং কীভাবেই বা তিনি ছুরি নিয়ে থানায় ফিরে আসতে পেরেছিলেন সে সম্পর্কে বিশদ বিবরণ বিবৃতিতে নেই।
চীনে সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল, যেখানে ব্যক্তিগত বন্দুকের মালিকানা নিষিদ্ধ এবং সন্দেহভাজনদের আটক করার জন্য পুলিশের ব্যাপক ক্ষমতা রয়েছে। তবে ছুরিজনিত অপরাধ চীনে তুলনামূলক বেশি। সন্দেহভাজনদের মধ্যে মানসিক স্বাস্থ্য এবং মাদকাসক্তিও ধরা পড়ে। এছাড়া প্রত্যন্ত জেলাগুলোর পুলিশ কম প্রশিক্ষিত, অস্ত্রেশস্ত্রে দুর্বল। প্রায়শই তাদের সংখ্যা বাড়ানোর জন্য সহায়ক এবং খণ্ডকালীন নিরাপত্তারক্ষীদের উপর নির্ভর করে পুলিশ।
জানা গেছে, ছুরিকাঘাতে নিহত কর্মকর্তাদের একজন খণ্ডকালীন দায়িত্বপ্রাপ্ত ছিলেন।