চীনে বিধ্বস্ত বোয়িং ৭৩৭-৮০০ মডেলের যাত্রীবাহী বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, রবিবার (২৭ মার্চ) দেশটির পূর্বাঞ্চল থেকে এমইউ-৫৭৩৫ ফ্লাইটের দ্বিতীয় ব্ল্যাক বক্স পাওয়া গেছে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
১৩২ জন যাত্রী নিয়ে গত সোমবার কুমিং থেকে গুয়াংঝোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর একই দিন বিমানটি গুয়াংজি প্রদেশে বিধ্বস্ত হয়। প্রথম রেকর্ডার উদ্ধার হয় বুধবার। তদন্তের জন্য রাজধানী বেইজিং-এ পাঠানো হয়েছে এটি। দুর্ঘটনার কারণ বের করতে কিছুদিন সময় লাগবে বলে জানা গেছে।
বিধ্বস্ত বিমানটিতে দুইটি ফ্লাইট রেকর্ডার ছিল। একটি যাত্রীদের তথ্য সংরক্ষণ করে অন্যটি ককপিট ভয়েস রেকর্ডার। দ্বিতীয় ফ্লাইট রেকর্ডার থেকে বিমানের গতি, উচ্চতাসহ গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। এদিকে দুর্ঘটনায় সব আরোহীর মৃত্যুর কথা জানিয়েছে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএসি। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট না হলেও বিস্তর তদন্তে কয়েক সপ্তাহ অথবা মাস লাগতে পারে।