English

21 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

চীনে প্রবল বৃষ্টিপাতে ভূমিধস, চাপা পড়েছেন ৩০ জন

- Advertisements -

চীনে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩০ জন মাটিচাপা পড়েছেন।আজ রবিবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সিচুয়ান প্রদেশে শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে স্থানীয় সময় সকাল ১১ টা ৫০ মিনিটে ইবিন শহরের জিনপিং গ্রামে ভূমিধসের সৃষ্টি হয়।

সাম্প্রতিক মাসগুলোতে চীনে তীব্র আবহাওয়া বিপর্যস্ত হয়েছে। গত বছর বন্যায় কয়েক ডজন লোক মারা গেছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঘটনাগুলো আরো ঘন ঘন ঘটছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিসিটিভি জানায়, প্রাথমিক জরিপে দেখা গেছে সাম্প্রতিক সময়ে দীর্ঘ বৃষ্টিপাত এবং ভূতাত্ত্বিক কারণের প্রভাবে এই বিপর্যয় ঘটেছে। স্থানীয় কাউন্টি সরকার জানায়, শনিবার দুজনকে উদ্ধার করা হয়েছে এবং ২৯ জন এখনও নিখোঁজ রয়েছেন।

সিসিটিভি জানায়, চূড়ান্ত সংখ্যা যাচাইয়ের কাজ চলছে। তাদের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে উদ্ধারকারীরা অন্ধকারে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে টর্চলাইট নিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার এবং পরবর্তী পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করার জন্য সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দিয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

দুই রূপে আসছেন সিয়াম?

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন