English

15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

চীনে অস্ট্রেলিয়ান টিভি উপস্থাপিকা আটক

- Advertisements -

চীন ও অস্ট্রেলিয়ার মধ্যকার সম্পর্কের অবনতির মধ্যেই একজন অস্ট্রেলিয়ান নাগরিক ও প্রখ্যাত টিভি উপস্থাপিকাকে আটক করেছে চীনা কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই সপ্তাহ আগে আটক করা হয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনের উপস্থাপিকা চেং লেইকে।
পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেছেন, ভিডিও লিঙ্কের মাধ্যমে চেংয়ের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছে অস্ট্রেলিয়ার কনস্যুলার অফিস।
চীনে আটকের ঝুঁকি বাড়তে থাকায় জুলাইয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছিল অস্ট্রেলিয়ার সরকার।
দুই দেশের সম্পর্কে ইদানিং অস্থিরতা বেড়ে গেছে। বিশেষ করে চীনে করোনাভাইরাসের উৎস নিয়ে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানোর পর থেকে।
সোমবার অস্ট্রেলিয়ান মদ আমদানী নিয়ে দ্বিতীয় তদন্তের ঘোষণা দিয়েছে চীন। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার একটি আইন প্রণয়নের পরিকল্পনা করছে, যাতে করে বিদেশি দেশগুলোর সঙ্গে স্থানীয় সরকার চুক্তি বাতিল করতে পারবে। ধারণা করা হচ্ছে চীনকে উদ্দেশ্য করেই এই আইন।
এবিসি নিউজের প্রতিবেদনে জানা গেছে, ‘একটি নির্ধারিত স্থানে আবাসিক নজরদারিতে’ আটক রয়েছে চেং। দেশটিতে কোনও নির্দিষ্ট অভিযোগ ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে প্রশ্ন করতে পারেন তদন্তকারীরা এবং ৬ মাসের জন্য কারাবাসেও রাখতে পারেন।
বেইজিং এখনও চেংয়ের অবস্থান নিয়ে কোনও মন্তব্য করেনি। অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় তার আটকের ব্যাপারে ১৪ আগস্ট জানতে পেরেছিল।
২৭ আগস্ট চেংয়ের সঙ্গে কথা বলে অস্ট্রেলিয়ান কনস্যুলার। তার দুই ছোট সন্তান অস্ট্রেলিয়ায় আছে। এবিসি নিউজ জানিয়েছে, তার পরিবার ও বন্ধুরা সপ্তাহখানেক ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
সিজিটিএনে আট বছর ধরে কাজ করেন চেং। চ্যানেলটির বৈশ্বিক বাণিজ্য নিয়ে একটি অনুষ্ঠানের উপস্থাপিকা তিনি। আগে সিএনবিসি এশিয়া’স চীনার করেসপন্ডেন্ট ছিলেন চেং। আটকের পর থেকে সিজিটিএনের ওয়েবসাইটে চেংয়ের প্রোফাইল ও তার আর্টিকেল সরিয়ে ফেলা হয়েছে।
২০১৯ সালের জানুয়ারিতে চীনা-অস্ট্রেলিয়ান লেখক ইয়াং হেনগুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে চীনের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগ আনা হয়। এখনও তিনি আটক রয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন