চীনের শানতং প্রদেশের ওয়েইফাং শহরের আকাশ এখন রংবেরঙের ঘুড়িতে ভরা। বিনহাই ইনটারন্যাশনাল কাইট ফ্লাইং ফিল্ড বা ঘুড়ি উৎসবের মাঠে এখন বসেছে বিচিত্র বর্ণ ও আকারের ঘুড়ির সমারোহ।
১৯৮৪ সাল থেকে ওয়েইফাং শহরে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আয়োজন করা হচ্ছে। এবছর ১৫ এপ্রিল ৪০ তম ওয়েইফাং ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল শুরু হয়েছে।
ঘুড়ি প্রতিযোগিতায় ৫৯ দেশ ও অঞ্চলের ৬২২ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। ঘুড়ি প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, লণ্ঠন মেলা, ঘুড়ি প্রদর্শনী, খাদ্য মেলাসহ নানা রকম আয়োজন রয়েছে।
ওয়েইফাং শহরের ঘুড়ির ঐতিহ্য আড়াই হাজার বছরের। এখানে ঘুড়ি জাদুঘর আছে। ঘুড়ি উৎসব উপলক্ষ্যে প্রচুর সংখ্যক দর্শক ওয়েইফাং শহরে এসেছেন যারা উপভোগ করছেন বসন্তের বাতাসে ঘুড়ির ভেসে বেড়ানো।