English

19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

চালক ক্রিকেট ম্যাচ দেখছিলেন, ফলাফল সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

- Advertisements -

গতবছর ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান ১৪ জন। ট্রেনের চালক ও সহকারী চালক তাদের মোবাইল ফোনে ক্রিকেট খেলা দেখছিলেন বলে অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটে, এমনটা জানিয়েছেন করেছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

শনিবার ইন্ডিয়ান রেলওয়েজের নেওয়া নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলার সময় এ কথা বলেন ওই মন্ত্রী।

২০২৩ সালের ২৯ অক্টোবর অন্ধ্রপ্রদেশের হাওড়া-চেন্নাই রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা বিশাখাপত্তনম ট্রেনের পেছনে ধাক্কা দেয় রায়গড় এক্সপ্রেস ট্রেনটি। ১৪ জন নিহত হওয়ার পাশাপাশি ৫০ জন আহত হন এ ঘটনায়।

অন্ধ্রপ্রদেশে এই ঘটনা ঘটেছে কারণ লোকো পাইলট এবং কো-পাইলট দুজনের মনোযোগই ছিল ক্রিকেট ম্যাচে। আমরা এমন সিস্টেম প্রয়োগ করছি যাতে মনোযোগ নষ্ট হয় এমন সব ব্যাপার ধরা পড়ে এবং পাইলট ও অ্যাসিস্টেন্ট পাইলট সবসময় ট্রেন চালানোর ব্যাপারে মনোযোগী থাকে, মন্ত্রী ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন।

এই দুর্ঘটনার পর হওয়া তদন্তের পুরোটা এখনো প্রকাশ করা হয়নি। তবে এক প্রাথমিক তদন্তে ওই দুই চালককেই দায়ী করা হয়। দুজনই ওই দুর্ঘটনায় নিহয় হন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন