ভারতে চলন্ত ট্রেনের মধ্যে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক সদস্যের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন তিন যাত্রীসহ চারজন। চতুর্থ ব্যক্তি হলেন আরপিএফেরই একজন সহকারী উপ-পরিদর্শক। সোমবার (৩১ জুলাই) ভোররাতে ঘটনাটি ঘটেছে জয়পুর-মুম্বই এক্সপ্রেসের মধ্যে।
জানা যায়, জয়পুর থেকে মুম্বাই যাচ্ছিল ট্রেনটি। যাত্রীরা তখন প্রায় সবাই ঘুমে আচ্ছন্ন। মহারাষ্ট্রের পালঘর স্টেশন পেরোনোর পর আচমকা ট্রেনের মধ্যে থাকা এক আরপিএফ কর্মী নিজের সার্ভিস রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।
পুলিশ জানিয়েছে, চেতন সিং নামে ওই জওয়ান এসকর্ট ডিউটিতে ছিলেন। তিনি এএসআই টিকা রামের ওপর প্রথমে গুলি চালান। টিকা রাম ছিলেন এসকর্ট ডিউটি ইনচার্জ।