English

14.8 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

চকলেটে মিলল জীবন্ত পোকা!

- Advertisements -

দোকান থেকে কেনা একটি ডেইরি মিল্কের ক্যাডবেরি চকলেটে জীবন্ত পোকা পেয়েছেন ভারতের হায়দ্রাবাদের এক ব্যক্তি। সম্প্রতি হায়দ্রাবাদের একটি মেট্রো স্টেশনের দোকান থেকে চকলেটটি কিনেছিলেন তিনি। এরপর সেই চকলেটে থাকা পোকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভিডিও শেয়ার করা ওই ব্যক্তির নাম রবিন জাচেউস। ভিডিওতে দেখা যায়, ডেইরি মিল্কের চকলেটে হাঁটছে একটি জীবন্ত পোকা। এই ভিডিওর সঙ্গে চকলেট কেনার বিলের কাগজও শেয়ার করেছেন রবিন। তাতে দেখা যায়, চকলেটের মেয়াদ শেষ হয়ে গেছে।

এক্সে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, এই চকলেটের জন্য রবিনকে ৪৫ রুপি পরিশোধ করতে হয়েছে। হায়দ্রাবাদের আমিরপিত এলাকার মেট্রো স্টেশনের রত্নাদ্বীপ দোকান থেকে এই চকলেট কেনেন তিনি।

এই ভিডিও শেয়ার করে রবিন লেখেন, ‘হায়দ্রাবাদের আমিরপিত এলাকার মেট্রো স্টেশনের রত্নাদ্বীপ নামের দোকান থেকে কেনা এই ক্যাডবেরি ডেইরি মিল্ক চকলেট কিনলাম। এতে তখন কিলবিল করছিল এই কীট। মেয়াদ শেষ হয়ে যাওয়া এসব খাবার কি কর্তৃপক্ষ দেখে না? এসব অস্বাস্থ্যকর খাবারের দায় কে নেবে?’

এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন