English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ঘুমের ব্যাঘাত ঘটানোয় বৃদ্ধাকে হত্যা

- Advertisements -

ঘুমে ব্যাঘাত ঘটানোয় বৃদ্ধাকে বেধড়ক মারধর করেছেন আয়া। শেষপর্যন্ত মারাই গেছেন ভুক্তভোগী বৃদ্ধা। পুরো এ ঘটনার ভিডিও সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়েছে। ভারতের বাগুইআটির অভিজাত আবাসনের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সাত বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ওই বৃদ্ধা। তার সন্তানেরা ব্যবসা সূত্রে অন্যত্র থাকেন। তাই বাগুইআটির আবাসনে একাই থাকতেন বৃদ্ধা। তাকে দেখাশোনা করার দায়িত্বে ছিলেন দুই আয়া।

গত ১১ সেপ্টেম্বর মৃত্যু হয় ৭০ বছরের ওই বৃদ্ধার। ওইদিনই তার আত্মীয়স্বজনেরা শেষকৃত্যও করেন। এরপর গত ১৯ সেপ্টেম্বর বৃদ্ধার ঘরে থাকা সিসিটিভি ফুটেজ দেখেন পরিবারের লোকজন। তা দেখে শিউড়ে ওঠেন সবাই।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘুমে ব্যাঘাত ঘটানোর শাস্তি হিসেবে আয়া সোফিয়া খাতুন বেধড়ক মারধর করছে বৃদ্ধাকে। চড়, থাপ্পড় দেয় তাকে। নিস্তেজ শরীর নিয়ে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করারও চেষ্টা করেন বৃদ্ধা। তবে তাতে খুব একটা লাভ হয়নি। রাতভর অত্যাচারের পর মৃত্যুই হয় তার।

ভুক্তভোগী পরিবারের লোকজন এমন দৃশ্য দেখা পর বাগুইআটি থানার দ্বারস্থ হন। প্রমাণ হিসেবে ওই সিসিটিভি ফুটেজ থানায় জমা দেয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই আয়াকে গ্রেপ্তার করেছে।

বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ঐশ্বর্য সাগর জানান, পুলিশের জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত। তিনি জানান, ঘুমের ব্যাঘাত ঘটায় বৃদ্ধাকে মারধর করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন