মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রথম স্ত্রী ও কন্যার মৃত্যুর পর দীর্ঘদিন একা কাটিয়েছেন জো বাইডেন। ১৯৭৫ সালে এক ব্লাইন্ড ডেটে জিলের সঙ্গে পরিচয় হয় তার। এর দুই বছরের পরেই বিয়ে করেন তারা। সেই থেকে এখনও একে অপরের সুখ-দুঃখের সঙ্গী তারা।
গণমাধ্যম জানায়, জর্জিয়ায় যাওয়ার জন্য গত ২৭ এপ্রিল হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় ৭৮ বছর বয়সী বাইডেন হঠাৎ নুয়ে পড়ে ঘাসে ফুটে থাকা একটি ফুল তুলে নেন। তা দেখে দাঁড়িয়ে যান জিলও। বাইডেন উঠে দাঁড়িয়ে হাসিমুখে স্ত্রীর হাতে দেন ঘাসফুলটি। আর তা খুশি মনেই গ্রহণ করেন ফার্স্ট লেডি। ২৮ সেকেণ্ডের ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। ১০ লাখের বেশি মানুষ তা দেখেছে।
চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের দিন স্ত্রীকে গন্ধরাজ ফুলের ব্রেসলেট উপহার দিয়েছিলেন জো বাইডেন। এছাড়াও বিভিন্ন সময়ে একে অপরের প্রতি ভালোবাসার নমুনা দেখিয়েছেন বাইডেন দম্পতি। ২০০৯ সালের ভালোবাসা দিবসে বাইডেনের অফিসের পুরো জানালাজুড়ে ‘জো লাভস জিল’ লিখে দিয়েছিলেন জিল বাইডেন।