English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

গ্রেফতারি পরোয়ানার একদিন পর জামিন লাভ ইমরান খানের

- Advertisements -

জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান।ইমরান খানকে ৭ অক্টোবর পর্যন্ত প্রতিরক্ষামূলক জামিন মঞ্জুর করেন আদালত।

নারী ম্যাজিস্ট্রেটকে অবমাননার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করার একদিন পর আজ রবিবার ইসলামাবাদ হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।

১০ হাজার রুপির জামানতে প্রেক্ষিতে সুরক্ষামূলক জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। পিটিআই চেয়ারম্যানের পক্ষে বাবর আওয়ান এই আবেদনটি দায়ের করেছিলেন।

তবে কার্যক্রম চলাকালীন, ইসলামাবাদ হাইকোর্টের বিচারক মোশিন আখতার কায়ানি ইমরান খানকে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

গেল আগস্টে ইমরান খানের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা করা হয়েছিল। মূলত দেশটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিষয়ে মন্তব্য করার পর ওই মামলাটি করা হয়। এর আগে, এই মামলায় ইসলামাবাদ হাইকোর্টের শুনানিতে ইমরান খান ক্ষমা চেয়ে বলেছিলেন, আদালত চাইলে তিনি সেই নারী বিচারকের কাছে গিয়েও ক্ষমা চাইবেন। তিনি আর কখনো আদালত বা বিচার বিভাগের অনুভূতিতে আঘাত করবেন না।

উল্লেখ্য, সহযোগী শাহবাজ গিলকে গ্রেফতারের ঘটনায় গত ২০ আগস্টের সমাবেশে নারী বিচারক জেবা চৌধুরী ও ইসলামাবাদের সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘পদক্ষেপ’ নেয়ার হুমকি দিয়েছিলেন ইমরান খান।

পাকিস্তানের আইন অনুসারে, আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হলে অন্তত পাঁচ বছর সরকারি দায়িত্ব পালন করার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতেন ইমরান খান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন