সেনা অভ্যুত্থানের পর থেকে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে মিয়ানমারের পরিস্থিতি। গণতন্ত্রকামীদের অব্যাহত আন্দোলন ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এর মধ্যে বার্মিজ সেনার বিরুদ্ধে মাঠে নামছে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন। যার ফলে দেশটিতে গৃহযুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের বায়ুসেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। এই ঘটনার নেপথ্যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি’র (কেআইএ) হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও কেউ দায় স্বীকার করেনি বলে জানিয়েছে টাটমাদাও বা বার্মিজ সেনাবাহিনী। তাই এ হামলা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের গত ১ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে মিয়ানমারের রাশ নিজেদের হাতে নেয় সেনাবাহিনী। বন্দি করা হয় কাউন্সিলর অং সান সু কি-সহ নির্বাচিত সরকারের শীর্ষ নেতাদের। এরপর থেকেই সে দেশে গণতন্ত্রের দাবিতে চলছে তুমুল বিক্ষোভ।