অবশেষে স্বস্তির নিঃশ্বাস ভারতের বিহার রাজ্যের চম্পারণ জেলার বাসিন্দাদের মধ্যে। কারণ, গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে সেই মানুষখেকো বাঘটি। এলাকার ত্রাস হয়ে ওঠা বাঘটি কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে। বাঘটি মারা যাওয়ার পর গ্রামবাসীরা বাঘের লোম ছিঁড়ে উল্লাস করেছে।
বাঘের আতঙ্কে থাকা স্থানীয় বাসিন্দারা দল বেঁধে গ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষোভও করেছেন। বেশ কিছু সরকারি ও বেসরকারি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে সেখানে। বাঘটিকে ধরা বা মেরে ফেলার দাবি তুলেছিলেন তারা। এরপর কোনো উপায় না দেখে বাঘটিকে দেখামাত্র কর্মীদের গুলির নির্দেশ দেন প্রধান বন্যপ্রাণী তত্ত্বাবধায়ক প্রভাতকুমার গুপ্ত।
বাঘটি মারতে প্রায় ৫০০ জনের একটি দল মাঠে নেমেছিল। বাঘের গতিবিধি লক্ষ করতে আকাশে ওড়ানো হয়েছিল ড্রোনও। ২০ দিনে একাধিকবার বাঘটি বন দপ্তরের পাতা ফাঁদ এড়িয়ে যায়।
পশ্চিম চম্পারণ জেলার ৯০০ বর্গ কিলোমিটারের বাল্মীকি জাতীয় উদ্যানে ৪০টি বাঘ ছিল। এ বাঘের মৃত্যুতে সে সংখ্যা দাড়াল ৩৯।