১০ বছর আগে আফগানিস্তানে পথচলা শুরু করেছিল সদাই বনোয়ান, যার অর্থ নারীদের কণ্ঠ। সদাই বনোয়ান আফগানিস্তানের নারী পরিচালিত একমাত্র রেডিও স্টেশন। সেখানকার আটজন কর্মীর মধ্যে ছয়জনই নারী। রমজান মাসে সেখানে গান চালানো হচ্ছিল বলে অভিযোগ। সেই অপরাধে রেডিও স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়।
আহমেদি আরো বলেন, ‘যদি রেডিও স্টেশন নিয়ম মেনে চলে আর প্রতিশ্রুতি দেয় যে এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটাবে না, তাহলে রেডিও স্টেশন আবার চালানোর অনুমতি দেওয়া হবে।’
অন্যদিকে রেডিও স্টেশনটির প্রধান নাজিয়া সোরোশ বলেছেন, ‘কোনো নিয়ম লঙ্ঘন হয়নি। তালেবান আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমাদের বলেছে, আমরা আর গান চালাতে পারব না।’
আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষার রাস্তা স্তব্ধ করে ফতোয়া জারি করেছে তালেবান। দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন শিক্ষিত আফগানরা। এর মধ্যেই নারী পরিচালিত রেডিও স্টেশনও বন্ধ করে দেওয়া হলো।