‘এনদেন্দু নিন্নানু মারেতু নানিরালারে’, কন্নড় রোমান্টিক এই গানের তালে সহধর্মিণীর সঙ্গে নেচে-গেয়ে আনন্দে আত্মহারা মন্ত্রী। মুহূর্তেই এই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তিনি ভারতের কেন্দ্রীয় কয়লা ও খনিজমন্ত্রী প্রহ্লাদ যোশী।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গত বুধবার রাতে হুব্বালিতে ধুমধাম অনুষ্ঠানের মধ্য দিয়ে মেয়ের বিয়ে দেন প্রহ্লাদ যোশী। আর সেখানেই স্ত্রীর হাতে হাত রেখে রোমান্টিক গানে নাচেন তিনি। তার সেই নাচ উপভোগ করেছেন বিয়ের অতিথারাও। যোশীর নাচে আত্মীয়-পরিজনরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতা-মন্ত্রীও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন সেখানে।