English

31 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

গাজা ইস্যুতে আরব লীগের সম্মেলন স্থগিত, নতুন তারিখ ৪ মার্চ

- Advertisements -

গাজা ইস্যুতে আরব লীগের সম্মেলন আগামী ৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার আয়োজক মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের মিসর ও জর্ডানে পাঠিয়ে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন তিনি। এ বিষয়ে পরে কথা বলেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও।

মূলত ট্রাম্পের এমন উদ্যোগের প্রতিক্রিয়ায় আঞ্চলিক সমর্থন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ওই বৈঠক আহ্বান করেছিল মিসর। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনের ‘মৌলিক ও যৌক্তিক প্রস্তুতির’ অংশ হিসেবে জোটের সদস্যরা নতুন তারিখ নির্ধারণের বিষয়ে একমত হয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসন চলাকালে নিহত ছয় ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ২৯১। একই সময়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১ লাখ ১১ হাজার ৭২২ জনে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন