English

14 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

গাজায় যুদ্ধবিরতি আরও বাড়াতে আলোচনা

- Advertisements -

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি শেষ হয় সোমবার। এরপর আরও দুই দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। বর্ধিত এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা বুধবার।

এরই মধ্যে শর্তানুযায়ী হামাস যেমন মোট ৮১ ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে ছেড়ে দিয়েছে, ইসরায়েলও তাদের জেলে বন্দি ১৮০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। এবার সেই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াবার জন্য আলোচনা চলছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য মধ্যস্থতাকারীরা কাজ করে যাচ্ছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলছেন। সিআইএ-এর ডিরেক্টর উইলিয়াম বার্নস ও মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছেন।

ইসরায়েলের সরকারি মুখপাত্র জানিয়েছেন, বন্দি বিনিময় সাপেক্ষে যুদ্ধবিরতির মেয়াদ আরও পাঁচদিন বাড়াতে তাদের আপত্তি নেই। 

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন