এখন চাইলে থাইল্যান্ডের বাসিন্দারা বাড়িতে গাঁজা চাষ করতে পারবেন এবং সেই উৎপন্ন গাঁজাও বিক্রি করতে পারবেন বাজারে।
গাঁজার ওপর দেশব্যাপী থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন আর থাইল্যান্ডের মাদকদ্রব্যের তালিকায় নেই গাঁজার নাম।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজাকে বৈধতা দেওয়া পথে হেঁটেছে থাইল্যান্ড।
তবে এখন বিনোদনের জন্য গাঁজা ব্যবহার নিষিদ্ধ রয়েছে। থাই সরকারের প্রত্যাশা এমন সিদ্ধান্তে স্থানীয় গাঁজার বাজার রমরমা হবে। সাথে কৃষি ক্ষেত্র ও পর্যটন ব্যবসাও হবে চাঙা।
স্থানীয় বাসিন্দাদের গাঁজা চাষে উৎসাহী করতে এক কোটি বীজ বিনামূল্যে সরবরাহ করার সিদ্ধান্তও নিয়েছে থাই সরকার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, রাজ্য ও জনগণের জন্য গাঁজা থেকে আয় করার এটা বড় সুযোগ।
বৃহস্পতিবার কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, নিবন্ধন করা গৃহস্থরা সর্বোচ্চ ছয়টি টবে গাঁজা গাছ লাগাতে পারবেন। আর কোন কোম্পানি চাইলে অনুমতি নিয়ে গাঁজার বাগানও করতে পারবেন।
এছাড়া গাঁজা দিয়ে বানানো নানা পদের খাবার ও পানীয় অর্ডার করা যাবে রেস্তোরাঁয়।