জলবায়ু পরিবর্তনে ঠেকাতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে চায় নিউজিল্যান্ড সরকার। তাই গরু জাতীয় পশুর খামার থেকে ঢেকুর ও মূত্রের মাধ্যমে যে ক্ষতিকর গ্যাস নির্গমন হয় তার ওপরও করারোপ করার প্রস্তাব দিয়েছে জেসিন্ডা আর্ডানের সরকার।
এই প্রস্তাব পাস হলে ২০২৫ সাল থেকে কৃষকদের ‘কৃষিজনিত নিঃসরণের’ জন্য কর প্রদান করতে হবে।
পরিসংখ্যান বলছে, দেশটির কার্বন নিঃসরণের অর্ধেকটা দায় কৃষি শিল্পের।
তবে কৃষকরা শুরুতেই এই পরিকল্পনার সমালোচনা করছেন। একটি লবি গ্রুপ বলছে, এটা নিউজিল্যান্ডকে বিচ্ছিন্ন করে ফেলবে।
আর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলছেন, এখান থেকে পাওয়া অর্থ কৃষদের জন্য নতুন প্রযুক্তি, গবেষণা ও প্রণোদনা হিসেবে দেওয়া হবে।
তবে কৃষকরা বলছে, এই প্রস্তাব তাদের কৃষি কাজ ছেড়ে দিতে বাধ্য করবে।