English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

গত ২৫ বছরে কয়েকটি ভয়াবহ ভূমিকম্প

- Advertisements -

বিশ্বের বিভিন্ন প্রান্তে গত পঁচিশ বছরে অনেকগুলো ভয়াবহ ভূমিকম্প আঘাত হানেছে। এতে অনেক মানুষের প্রাণহানির পাশাপাশি সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। সবশেষ আফ্রিকার মরক্কোয় ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজারের বেশি নিহতের খবর জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘ হতে পারে মৃত্যুর মিছিল। গত দুই দশকে ভূমিকম্পে সবচেয়ে বেশ প্রাণহানি ও ভয়াবহতার কয়েকটা ঘটনা তুলে ধরা হলো–

•    সেপ্টেম্বর ২০২৩, মরক্কো:  ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেছে ২ হাজারের বেশি মানুষের। আহত অন্তত দেড় হাজার।

•    ৬ ফেব্রুয়ারি ২০২৩, তুরস্ক-সিরিয়া: ওই দিন ভোরে দেশটির ইতিহাসে স্মরণকালের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৫০ হাজারের মতো মানুষ প্রাণ হারান।

•    ২৫ এপ্রিল ২০১৫, নেপাল:  ৭ দশমিক ৮ মাত্রার কম্পনে বহু বাড়ি-ঘর শেষ হয়ে যায় মুহূর্তে। ওই ঘটনায় ৮ হাজার ৮০০ মানুষ নিহত হন।

•    ১১ মার্চ ২০১১, জাপান: দেশটির উত্তর-পূর্বে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলে সুনামি দেখা দেয়। প্রাণ হারান ১৮ হাজার ৪০০ মানুষ।

•    ২ জানুয়ারি ২০১০: হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্পে মারা যান লক্ষাধিক মানুষ। ধারণা করা হয়েছিল,  তিন লাখ ছাড়বে।

•    ১২ মে ২০০৮:  চীনে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মারা যান ৮৭ হাজার ৫০০ মানুষ।

•    ২৬ ডিসেম্বর ২০০৪: ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। সৃষ্ট সুনামিতে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা যায়। এর দুই বছর পর ২০০৬ সালের ২৭ মে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে আরও ৫ হাজার ৭০০ এর বেশি মানুষ নিহত হন।

•   ৮ অক্টোবর ২০০৫: কাশ্মীরে ৭ দশমিক ৬ মাত্রার কম্পনে মৃত্যু হয় কমপক্ষে ৮০ হাজার।

•   ২৬ ডিসেম্বর ২০০৩: মধ্যপ্রাচ্যের ইরানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়। ২০০১ সালের ২৬ জানুয়ারি ভারতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন