English

28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

গণবিয়ে জনপ্রিয় হচ্ছে আফগানিস্তানে

- Advertisements -

খরচ বাঁচাতে আফগানিস্তানে জনপ্রিয় হচ্ছে গণবিয়ের অনুষ্ঠান। সম্প্রতি সেখানে একই দিনে ৫০টি জুটির গণবিয়ের আয়োজন করা হয়। এ ধরনের বিয়েতে নতুন জুটিকে খরচের চাপ নিয়ে উদ্বিগ্ন হতে হয় না। ফলে যাদের আয় কম তাদের কাছে দিন দিন এ ধরনের আয়োজন জনপ্রিয়তা পাচ্ছে।

সাধারণত বিয়ের আয়োজনে মোটামুটি ভালো অর্থই খরচ হয়ে যায়। কম আয়ের মানুষদের এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে গেলে বেশ বিপাকে পড়তে হয়। কিন্তু সবারই শখ থাকে বিয়েতে কিছুটা আয়োজন করার।

সে কারণেই আফগান তরুণ-তরুণীরা এখন গণবিয়ের দিকেই ঝুঁকছেন। সম্প্রতি কাবুলে একটি দাতব্য সংস্থা গণবিয়ের আয়োজন করেছে। বিবাহিত জুটির নতুন জীবন শুরু করা উপলক্ষে তাদের একটি কার্পেট এবং গৃহস্থালীর জিনিসপত্রসহ বেশ কিছু উপহার দেওয়া হয়েছে।

২০২১ সালের আগস্টে দেশটির ক্ষমতা গ্রহণ করে তালেবান। তারপরেই দেশটিতে গান-বাজনা নিষিদ্ধ করা হয়। এই গণবিয়েতেও কোনো গান-বাজনার আয়োজন ছিল না। বরং কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন