এক মুহূর্তের জন্য একটু ভাবুন, জীবনসঙ্গী হিসেবে যার সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, সেই বর হঠাৎ করে যদি বিয়ে ভেঙে দেন! আর কারণটিও খুবই সামান্য। খাবার পরিবেশনে একটু দেরি।
নিশ্চয়ই অবাক হচ্ছেন? তবে এমনটাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের চান্দৌলিতে, যেখানে বিয়ের মঞ্চ থেকে বর ফিরে গিয়েই ক্ষান্ত হননি। সেদিনই বিয়ে করেন নিজের চাচাতো বোনকে। এই অভাবনীয় ঘটনাটি পুরো এলাকাকেই করে দিয়েছে হতবাক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।
ঘটনার সূত্রপাত ২২ ডিসেম্বর, হামিদপুর গ্রামে কনের বাড়িতে হাজির বরপক্ষ। অতিথিদের জানানো হয় উষ্ণ অভ্যর্থনা, খাবার পরিবেশনেরও ব্যবস্থা ছিল। কিন্তু বিয়ের সময় মেহতাব নামের সেই বর ও তার বন্ধুরা খেতে বসলে খাবার পরিবেশনে হয় একটু দেরি। এ নিয়ে মেহতাবের বন্ধুরা তাকে ঠাট্টা-তামাশা করলে সে প্রচণ্ড রেগে যায়। রাগের মাথায় তিনি কনের পরিবারকে গালমন্দ করেন এবং বিয়ে ভেঙে দেন।
গ্রামের জ্যেষ্ঠরা মধ্যস্থতা করার চেষ্টা করলেও মেহতাব বিয়ে করতে অস্বীকৃতি জানান। বরং, তিনি সেদিনই বাড়ি ফিরে গিয়ে বিয়ে করেন নিজের চাচাতো বোনকে। এ নিয়ে কনে জানিয়েছেন, এই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবার সামাজিকভাবে অপমানিত হয়েছেন।
কনের মা অভিযোগ করেন, বরপক্ষের প্রায় ২০০ অতিথির খাবারের খরচ এবং বিয়ের অন্যান্য আয়োজনের জন্য তারা ব্যয় করেছেন সাত লাখ রুপি। এমনকি বিয়ের কয়েক ঘণ্টা আগেও বরপক্ষকে দেওয়া হয়েছিল দেড় লাখ রুপি। তবে বরের আকস্মিক সিদ্ধান্ত ভেস্তে দেয় তাদের পুরো আয়োজনকেই।
এ ঘটনায় কনের পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে উভয়পক্ষকে থানায় তলব করে সমস্যার সমাধান করে পুলিশ। একটি চুক্তির মাধ্যমে বরের পরিবার কনের পরিবারকে এক লাখ ৬১ হাজার রুপি ফেরত দিতে সম্মত হয়। যদিও এই ক্ষতিপূরণ দূর করতে পারেনি কনের পরিবারের মনের আঘাত।
এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করেছে ব্যাপক আলোচনা। কেউ বরের আচরণকে বলছেন দায়িত্বজ্ঞানহীন, আবার কেউ খাবার পরিবেশনের বিলম্ব নিয়েও তুলছেন প্রশ্ন।