চীনে কয়লা আমদানি ক্রমাগত হারে বাড়ছে। এ বছরের মধ্যে আগস্ট মাসে সবচেয়ে বেশি কয়লা আমদানি করেছে তারা। তাপপ্রবাহ অব্যাহত থাকায় ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে বিদেশ থেকে অতিরিক্ত সরবরাহ চায় বিদ্যুৎ উৎপাদনকারীরা।
বুধবার প্রকাশিত কাস্টমস কর্তৃপক্ষের তথ্য মতে, বিশ্বের বৃহত্তম কয়লা ব্যবহারকারী চীন গত আগস্ট মাসে ২৯.৪৬ মিলিয়ন টন জীবাশ্ম জ্বালানি ক্রয় করেছে। গত জুলাই মাসে এ পরিমাণ ছিল ২৩.৫২ মিলিয়ন টন।
কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন গত আগস্টে বেড়েছে। কারণ শুষ্ক, উষ্ণ আবহাওয়ার কারণে জলবিদ্যুৎ উৎপাদন কমে গেছে এবং শীতাতপ নিয়ন্ত্রণে বিদ্যুতের চাহিদা বেড়েছে।
চীনের কয়লা পরিবহন ও বিতরণ সমিতির তথ্যে দেখা গেছে, আগস্টের মাঝামাঝি আটটি প্রধান উপকূলীয় অঞ্চলে দৈনিক কয়লা ব্যবহার ২.৩৬ মিলিয়ন টনে পৌঁছেছে, যা এক বছর আগের তুলনায় ১১.৫ শতাংশ বেশি।
ইন্দোনেশিয়া থেকেও কয়লা আমদানির উদ্যোগ নিয়েছে চীন। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন আগস্টের শেষের দিক থেকে ধীরে ধীরে হ্রাস পেয়েছে। তবে আসন্ন শীতের জন্য প্রস্তুত থাকতে চায় চীন।