ক্রোয়েশিয়ায় ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭ জন মারা গেছে। আহত হয়েছে অনেক মানুষ। মৃত সাতজনের মধ্যের একজন পেতরিনজা এলাকার। বাকি পাঁচজন গ্লিনা শহরের আশেপাশে, বাকি একজনকে জাজিনা চার্চের পাশে মৃত অবস্থায় পাওয়া গেছে। পেতরিনজা শহরের মেয়র জানান, শহরের অর্ধেক অংশ ধসে গেছে।
মঙ্গলবার ক্রোয়েশিয়াজুড়ে এই ভূমিকম্প অনুভূত হয়েছিল।
পাশাপাশি প্রতিবেশী সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনায়ও কম্পন অনুভূত হয়েছে। ইউরোপের ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, দেশটির রাজধানী জাগরেব থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। ছাদ ভেঙে গেছে, কিছু ব্লিডিং ধসে গেছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন