গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। তবে গতকাল মঙ্গলবার উল্টা দাবি করেছেন, শ্রীলঙ্কার বর্তমান মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুনাবর্ধনে।
তিনি দাবি করেছেন, সিঙ্গাপুর থেকে শ্রীলঙ্কায় ফিরবেন গোতাবায়া। তিনি আরও দাবি করেছেন, সঠিক চ্যানেলেই সিঙ্গাপুরে গেছেন গোতাবায়া, তিনি পালিয়ে নেই। তবে কবে নাগাদ গোতাবায়া লঙ্কায় ফিরতে পারেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি গুনাবর্ধনে।
রাজাপাকসে ১৩ জুলাই মালদ্বীপে যান, সেখান থেকে ১৪ জুলাই পৌঁছান সিঙ্গাপুরে। ১৫ জুলাই তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন।
এদিকে সিঙ্গাপুর জানিয়েছে, গোতাবায়া এখনও দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেননি।
রাজাপাকসেকে ১৪ দিনের ভিসা দিয়েছিল সিঙ্গাপুর, সেই ভিসার মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পরিকল্পনা করছেন গোতাবায়া।