শুক্রবার ভারতীয়দের ট্যালেন্ট বলে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে কোনো রকম সন্দেহ ছাড়াই ভারতীয়দের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কার্যকরিতা রয়েছে। খবর এনডিটিভি।
রাশিয়ার ইউনিটি ডে বা একতা দিবস উপলক্ষে পুতিন এক ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ‘উন্নয়নখাতে ভারতের অগ্রগতি অসাধারণ। এতে কোনো সন্দেহ নেই।’
তিনি বলেন, ‘ভারতের দিকে তাকান। তারা মেধাবী, ভারী চঞ্চল মানুষরাই এমন উন্নয়নকে তরান্বিত করছেন। তারা নির্দিষ্টভাবে অসাধারণ ফল পেয়েছে। উন্নয়নখাতে ভারতের অর্জন অসাধারণ। এতে কোনো সন্দেহ নেই। প্রায় দেড়শ’ কোটি মানুষ তাদের, এখন তারা কার্যকর।’