ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় প্রাণ গেল পুতিনবিরোধী সমালোচক অ্যালেক্সেই নাভালনিপন্থী রুশ সাংবাদিক ওকসানা বাউলিনার।
ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলায় নিহত হন তিনি। ওকসানা কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় নগরী লাভিভে অনুসন্ধানী নিউজ আউটলেট ‘দ্য ইনসাইডার’ এর হয়ে কাজ করতেন।
এর আগে ইউটিউব চ্যানেলে বর্তমানে কারাগারে থাকা দুর্নীতিবিরোধী প্রচারক বিরোধীনেতা আলেক্সেই নাভালনির সাথে বেশ কয়েক বছর কাজ করার পর তাকে রাশিয়া ছাড়তে হয়।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ২৯তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।