ইউক্রেনে রুশ বাহিনীর হামলার আগে মার্কিন গোয়েন্দারা সার্বিক বিষয়ে ধারণা নেন। তাদের ধারণা, এক থেকে চারদিনের মধ্যেই রুশ বাহিনীর হাতে কিয়েভের পতন হতে পারে।
গতকাল বৃহস্পতিবার হামলা শুরু হয়েছে। গোয়েন্দারা এখনো তাদের আগের ধারণার মধ্যেই রয়েছেন।
মার্কিন গোয়েন্দাদের ধারণা, রুশ বাহিনী ইউক্রেনের সেনাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে। যেটা হয়তো মস্কোর ধারণারও বাইরে।
পশ্চিমা দেশগুলোর গোয়েন্দাদের ধারণা, রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির পতন না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে। জেলেনস্কির পতনের পর ইউক্রেনে মস্কোপন্থী কোনো সরকারকে বসিয়ে হামলা শেষ করবে।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছে, এক টুইটে নিশ্চিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘শত্রুরা কিয়েভের পার্লামেন্ট ভবন থেকে নয় কিলোমিটার দূরের ওবোলন শহরে অবস্থান করছে।’