ইউক্রেনের রাজধানী কিয়েভের চারদিক ঘিরে রেখেছে রাশিয়ার সেনারা। পালিয়ে যাওয়ার পথ অবরুদ্ধ।
কিয়েভের মেয়র বার্তা সংস্থা এপিকে গতকাল রবিবার একথা বলেছেন। মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শহরটি এখন রাশিয়ার বাহিনী দিয়ে ‘বেষ্টিত’।
এপির সাংবাদিক মেয়রকে জিজ্ঞাসা করেছিলেন যে রুশ সেনারা রাজধানী শহরটি দখল করলে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে কিনা। জবাবে ভিতালি ক্লিৎসকো বলেন, ‘আমরা এটা করতে পারব না, কারণ সব পথ এখন বন্ধ । এই মুহূর্তে আমরা ঘেরাও।’