মেক্সিকান বিমানবন্দরে একটি বাক্সের ভেতরে মিলল মানুষের মাথার চারটি খুলি। এগুলো কুরিয়ারে যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনী জানায়, কাঠের বাক্সের ভেতরে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় মাথার খুলি পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে মধ্য মেক্সিকোর কুয়েরেতারো ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে।
এক বিবৃতি থেকে জানা যায়, বাক্সটি পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য মিচোয়াকান থেকে পাঠানো হয়েছিল। ওই অঞ্চলটি দেশের সবচেয়ে সহিংস অংশগুলোর মধ্যে একটি। বাক্সটির গন্তব্য ছিল দক্ষিণ ক্যারোলাইনার ম্যানিংয়ে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার হওয়া খুলিগুলোর বয়স, পরিচয় বা এগুলো পাঠানোর সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে তারা জানায়, মানবদেহাবশেষ স্থানান্তরের জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে একটি বিশেষ অনুমতির প্রয়োজন হয়, যা উদ্ধার হওয়া খুলিগুলোর জন্য নেওয়া হয়নি।