বার বার কাজে যেতে বলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন ৩০ বছর বয়সী এক ব্যক্তি। পুলিশ এই ঘটনা নিশ্চিত করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের মধ্য প্রদেশের জাবালপুরে এই ঘটনা ঘটেছে।
রানঝি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার (১০ জুন) জাবালপুরে নিজেদের বাড়ি থেকে বিভোর সাহু এবং তার স্ত্রী রিতুর (২৩) মরদেহ উদ্ধার করা হয়। রিতুর মরদেহের চারপাশে যেন রক্তের স্রোত বইছিল।
ওই ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিলেন না। বিভোর সাহুর মা এবং ভাই একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। তারা বাড়ি ফেরার পর দুজনের মরদেহ দেখে হতবাক হয়ে যান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিভোর সাহু গাড়ি চালক ছিলেন। গত ১৫ দিন ধরে তিনি কাজে যাচ্ছিলেন না। তার এমন খামখেয়ালিতে বিরক্ত হয়ে পড়েছিলেন তার স্ত্রী। হতাশা থেকেই রিতু বার বার তাকে কাজে যেতে বলেছিলেন। তিনি চেয়েছিলেন তার স্বামী তাদের জন্য উপার্জন করুক। কিন্তু সেটা যে হিতে বিপরীত হবে তা তিনি বুঝতে পারেননি।
দুজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে বিভোর সাহু রিতুকে ছুরিকাঘাত করেন। রিতু মৃত্যুর নিশ্চিত হওয়ার পর তিনি নিজেও আত্মহত্যা করেন।