কাজাখস্তানে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত প্রায় এক লাখ মানুষকে স্থানান্তর করা হয়েছে বলে শুক্রবার (১২ এপ্রিল) জানিয়েছে দেশটির জরুরি মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা পানির কারণে অনেক মানুষ আটকা পড়েছেন। ইতোমধ্যে প্রায় এক লাখ মানুষ স্থানান্তর করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, কাজাখস্তানের ১৭টি প্রদেশের মধ্যে আটটিতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।