English

16 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

কলম্বিয়ার সীমান্ত  অঞ্চলে গাড়ি বোমা হামলা: ৩৬ জন আহত

- Advertisements -

কলম্বিয়ার সীমান্ত অঞ্চলে গাড়ি বোমা বিস্ফোরণ হয়ে  ৩৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।

ভেনেজুয়েলার সীমান্তবর্তী কলম্বিয়ার উত্তর-পূর্ব শহরের ওই ঘাঁটিটি সামরিক বাহিনীর ৩০তম ব্রিগেড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডিয়েগো মোলানো সাংবাদিকদের বলেন, ‘কলম্বিয়ার সেনাদের ওপর এমন জঘন্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা প্রত্যাখ্যান করছি। এই হামলায় ৩৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’

তিনি আরও বলেন, আহতদের মধ্যে একজনকে অস্ত্রোপচার করতে হয়েছে এবং ২৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুজন সাদা টয়োটা ট্রাক নিয়ে সামরিক ওই ঘাঁটিতে ঢুকে পড়ে। তারা চলে যাওয়ার পর পরেই সেখানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

২০১৬ সালের শান্তি চুক্তি সত্ত্বেও দেশটির সামরিক বাহিনী কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী (এফএআরসি), ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) গেরিলা, অপরাধী সংগঠন এবং এই চুক্তি প্রত্যাখ্যানকারী প্রাক্তন এফএআরসি সদস্যদের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন