বিয়ের কিছু দিন আগে থেকেই শরীরে করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছিলো, তবু তা উপেক্ষা করে বিয়ে করেন অর্জুন নামের এক যুবক। পরে বিয়ের তিনদিন পরই তার মৃত্যু হয়, এছাড়া ওই বিয়েতে উপস্থিত ছিলেন এমন অনেকেই সংক্রমিত হয়েছেন।
সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের বিহারে। জানা গেছে, গত ২৫ এপ্রিল ওই বিয়ের অনুষ্ঠান হয় এবং তার তিনদিন করোনায় মারা যায় বর অর্জুন। প্রথমে পরিবারের লোকজন মনে করছিলেন জ্বর এসেছে তারা। তার মৃত্যুর পর ওই বিয়েতে অংশগ্রহণকারীদের টেস্ট করা হলে অনেকের করোনা শনাক্ত হয়।
মৃত্যুপুরী ভারতে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। গতকাল শুক্রবার হলো নতুন রেকর্ড। এদিন (২৪ ঘণ্টায়) আগের সব রেকর্ড ভেঙে দেশটিতে করোনা রোগী শনাক্ত হয় সর্বোচ্চ ৪ লাখ ২ হাজার ১১০ জন, যা এর আগে আর হয়নি। এ দিন করোনায় মারা যায় ৩ হাজার ৫২২ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয় ২ লাখ ৮৮ হাজার ৫৮৫ জন।