English

32 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
- Advertisement -

করোনার মধ্যেই স্পেনে ছড়িয়ে পড়ছে দাবানল

- Advertisements -

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত স্পেন। এই ভাইরসের প্রকোপে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। বর্তমানে সংক্রমণ কিছুটা কমলেও এরই মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্দালুসিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল। এরইমধ্যে তিন হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
পাহাড়বেষ্টিত প্রদেশটিতে গত বৃহস্পতিবার দাবানলের সূত্রপাত হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এদিকে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ছাড়াও ইউরোপের দেশটির বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে দাবানল দেখা দিয়েছে। এরইমধ্যে দাবানলে পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি।  দাবানল নেভাতে জরুরি ব্যবস্থাপনা কর্মীদের হিমশিম খেতে হচ্ছে।
সামরিক, বেসামরিক মিলে পাঁচ শতাধিক উদ্ধারকর্মী দাবানল নিয়ন্ত্রণে ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ করছেন। হেলিকপ্টারের মাধ্যমেও পানি ছিটানো হচ্ছে।
আন্দালুসিয়ার বন বিভাগের অগ্নি নির্বাপন কর্মকর্তা জুয়ান সানচেজ জানিয়েছেন, দাবানল কখন নিয়ন্ত্রণে আসবে তা এখনই বলা মুশকিল। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন