কভিড টিকা নিয়ে এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে সংশয় আর ভয় রয়েছে। সেই সংশয় আর ভয়ের কারণে অনেকে টিকা নিতে অস্বীকারও করছেন। বিভিন্ন দেশের সরকার টিকা নিয়ে নানা সচেতনতামূলক উদ্যোগ নিলেও অনেক ক্ষেত্রে সেই উদ্যোগেও সাড়া মিলছে না কোথাও কোথাও।
তাই বাধ্য হয়ে সরকারি বা বেসরকারি উদ্যোগে জনগণকে টিকা নিতে উৎসাহদানে কোথাও কোথাও নানা পুরস্কারের আয়োজন করা হয়েছে। তেমনই উদ্যোগ নিয়ে কভিড টিকা নিতে দেশবাসীকে উৎসাহ দিতে কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া সরকার। ‘দ্য মিলিয়ন ডলার ভ্যাক্স অ্যালায়েন্স’ নামে একটি লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
সেই লটারিতে অংশ নিয়েছিলেন ৩০ লাখ মানুষ। সবার মধ্য থেকে কপাল খুলে গেছে জোন ঝু নামে এক নারীর।
জোন জানান, টিকা নিয়ে খেলায় অংশ নিয়েছিলেন ঠিকই, কিন্তু অতশত আর ভাবেননি। টিকা নেওয়ার পরদিনই তাকে ফোন করে বলা হয়, আপনি কোটি টাকা জিতেছেন। জোন বলেন, ‘প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু একের পর এক ফোন আসতে শুরু করায় হতবাক হয়ে যাই।’ টিকা নিয়ে ১০ লাখ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৫৭ লাখ টাকা) জিতেছেন জোন। স্কাইনিউজ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন