করোনাভাইরাসের টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে টিকা নেওয়ার ছবিও পোস্ট করেছেন মোদি।
সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে গিয়ে টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
টিকা নেওয়ার পর করা টুইটে ভারতকে করোনা মুক্ত করতে সবাইকে একজোট হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, করোনাভাইরাসের সঙ্গে বিশ্ববাসীর লড়াইয়ে ভারতের বিজ্ঞানি এবং চিকিৎসকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে টিকা নেওয়ার জন্যও আবেদন জানান নরেন্দ্র মোদি।
আজ সকালে এআইআইএমস এ যান তিনি। আসামে তৈরি একটি বিশেষ ধরনের গামছা ছিল তার গলায়, যা সংশ্লিষ্ট রাজ্যে আশীর্বাদের প্রতীক।
ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা ‘কোভ্যাকসিন’ নেন তিনি। আজ তাকে টিকা দিয়েছেন দু’জন সেবিকা। এর মধ্যে একজন ছিলেন পুদুচেরির বাসিন্দা সিস্টার পি নিভিদা এবং অপরজন কেরালার বাসিন্দা।