করোনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেবে ভারত। ইতোমধ্যে যারা মারা গেছে তাদের পরিবারকেই কেবল নয়, বরং ভবিষ্যতেও যদি কেউ মারা যান, তাদের পরিবার-পরিজনকেও ওই ক্ষতিপূরণের অর্থ দেওয়া হবে। বুধবার ভারতীয় সুপ্রিম কোর্টে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
আদালতে কেন্দ্র জানিয়েছে, কোভিড মোকাবিলার কাজে অংশ নিয়ে যাদের প্রাণ গেছে, তাদের পরিবারকেও দেওয়া হবে ক্ষতিপূরণের অর্থ। স্বাস্থ্যমন্ত্রনালয়ের নির্দেশিকা মেনে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর সনদে কারণ হিসেবে অবশ্যই কোভিডের উল্লেখ থাকতে হবে।
কেন্দ্র আরও জানিয়েছে, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই ক্ষতিপূরণ দেবে। এই অর্থ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের মাধ্যমে মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ কী দেওয়া হবে তা নির্ধারন করতে বার বার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু বিষয়টি নিয়ে বেশ কয়েক বার সময় চায় কেন্দ্র। গত ৩রা সেপ্টেম্বর কেন্দ্রের গড়িমসি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার।