এবার লোহিত সাগরে একটি মার্কিন বাণিজ্য জাহাজ ও কয়েকটি যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়।
হুথি মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী দুইটি মানসম্পন্ন অভিযানে একটি জাহাজ ও কয়েকটি আমেরিকান যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় কয়েকটি নৌ ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোনটি ব্যবহার করার কথাও জানিয়েছেন হুথি মুখপাত্র।
হুথি মুখপাত্র তার ভিডিও বিবৃতিতে জানান, প্রথম হামলায় মার্কিন জাহাজ ‘প্রোপেল ফরচুনে’ এডেন উপসাগরে আঘাত হানা হয়। এই হামলায় বেশ কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর দ্বিতীয় অভিযানটি চালানো হয় লোহিত ও এডেন উপসাগরে অবস্থান করা বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে। যাতে ৩৭টি ড্রোন ব্যবহার করার কথা জানিয়েছেন সারি।
হুথি মুখপাত্রের দাবি, এই অভিযান দু’টি চূড়ান্তভাবে সফল হয়েছে। এসময় ইয়েমেনের জনগণকেও তাদের প্রতি সমর্থন জানানোর জন্য ধন্যবাদ দিয়েছেন সারি। তিনি বলেছেন, ‘গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আরব ও লোহিত সাগরে হামলা অব্যাহত রাখবে হুথি যোদ্ধারা।