রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পাল্টা জবাবে এবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ ২৭ গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ এপ্রিল) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।
মস্কোর এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ ছাড়া কানাডার ৬১ জন কর্মকর্তা, সাংবাদিক, সামরিক বিশেষজ্ঞের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
এর আগে ইউক্রেনে হামলার জেরে রুশ প্রেসিডেন্ট পুতিন, দেশটির সামরিক ব্যক্তি, ধন কুবেরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া সম্প্রতি পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কানাডার সরকার।