চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং কপ-২৮ সম্মেলনে অর্জিত সাফল্যের মূল্যায়ন করে বলেছেন, জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের দুবাই সম্মেলন ছিল অর্থবহ; এটা একটা মাইলফলক।
তিনি বৃহস্পতিবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
তিনি বলেন, বুধবার দু’সপ্তাহব্যাপী কপ-২৮ সম্মেলন নির্ধারিত সময়ের একদিন পর শেষ হয়। সম্মেলন `প্যারিস চুক্তি’ বাস্তবায়নের জন্য দিক-নির্দেশনা দিয়েছে, বিশেষ করে, সবুজ ও কম-কার্বন রূপান্তরের বৈশ্বিক প্রবণতাকে সুসংহত করেছে। সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলার গুরুত্ব নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে মতৈক্য প্রতিফলিত হয়েছে।
মুখপাত্র আরও বলেন, চীন এবারের সম্মেলনের ওপর অনেক গুরুত্ব দেয়। সম্মেলন চলাকালে চীন নানান বিষয়ের ওপর আলোচনায় অংশ নেয় এবং সম্মেলনের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ অবদানও রাখে।