রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরব সফর করছেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।সেখানে কড়া নিরাপত্তায় পরিবারের সদস্যদের নিয়ে পবিত্র ওমরাহ পালন করেন তিনি।
এ আমন্ত্রণে সাড়া দিয়ে ছয় বছর পর গত ১১ এপ্রিল সৌদি আরবে পৌঁছান নওয়াজ শরিফ।এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে পিএমএল-এন এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ, জামাতা ক্যাপ্টেন (অব.) সাফদার আওয়ানসহ তার পারিবারের অন্য সদস্যরা।খবর জিওনিউজের।
ওমরাহ পালনে পবিত্র ক্বাবা শরীফ তাওয়াফ করার সময় সৌদি আরবের নিরাপত্তা বাহিনী নওয়াজ শরীফ তার পরিবারের সদস্যদের চারদিকে কড়া বেষ্টনি তৈরি করে রাখে।
ওমরাহ পালন করতে পেরে নওয়াজ শরীফ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
পরিত্র রমজানের শেষ ১০ দিন তারা সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় কাটাবেন বলে জানা গেছে।
বর্তমানে তিনি লন্ডনে স্বেচ্ছায় নির্বাসিত জীবনযাপন করছেন।২০১৯ সালের নভেম্বরে তিনি পাকিস্তান ত্যাগ করেন।