চীনে সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্তদের সারি করে রাখা ধাতব বাক্সে রাখা হচ্ছে। এ সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। করোনা সংক্রমণ ঠেকাতে চীনের নেওয়া কঠোর পদক্ষেপ এটি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে চীন। এর আগে করোনা পরিস্থিতি নাগালে রাখতে বহু মানুষকে কোয়ারেন্টিনে রেখেছে বেইজিং।
জানা গেছে, ধাতব ওইসব বাক্সে থাকতে বাধ্য করা হচ্ছে করোনায় আক্রান্ত গর্ভবর্তী, শিশু, বয়স্ক, পুরুষদের। সেসব বাক্সের ভেতরে রয়েছে কাঠের বিছানা ও টয়লেট।
শুধু করোনায় আক্রান্ত ব্যক্তিকেই এভাবে রাখা হচ্ছে না। কোনো এলাকায় কেউ করোনা আক্রান্ত হলে সেই এলাকার সবাইকে এসব বাক্সে ১৪ দিন পর্যন্ত থাকতে বাধ্য করা হচ্ছে।
দেশটিতে ট্র্যাক অ্যান্ড ট্রেস অ্যাপ ব্যবহার করা হচ্ছে। অ্যাপটি ব্যবহার করে করোনায় আক্রান্তদের ঘনিষ্ঠদের শনাক্ত করা হচ্ছে। এরপর দ্রুত তাদের পাঠানো হচ্ছে কোয়ারেন্টিনে।
ভিডিওটি দেখতে পারেন …
Millions of chinese people are living in covid quarantine camps now!
2022/1/9 pic.twitter.com/wO1cekQhps— Songpinganq (@songpinganq) January 9, 2022