English

23 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

ওমিক্রন: মসজিদে সামাজিক দূরত্ব ও মাস্ক আবশ্যক করল সৌদি আরব

- Advertisements -

করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে মুসল্লিদের  মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করেছে সৌদি আরব। মসজিদে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ নির্দেশ দেওয়া হয়। আরব নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদে আগত মুসল্লিদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরতে হবে। এছাড়াও ইমাম ও সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি অনুসরণে সবাইকে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে বা স্বাস্থ্যবিধি বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সার্ভিস সেন্টারকে অবগত করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর প্রথম বার স্বাস্থ্যবিধি শিথিল করে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে সামাজিক দূরত্ব তুলে নেওয়া হয়েছিল। ২০২০ সালের মার্চে পবিত্র মসজিদুল হারামে সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এর সাত মাস পর স্বাস্থ্যবিধি অনুসরণ করে পর্যায়ক্রমে ধারবাহিকভাবে মুসল্লিদের জন্য কাবা প্রাঙ্গণ খুলে দেওয়া হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন