২০১৩ সালে গৃহযুদ্ধে নিজেদের ছোট্ট সন্তানকে হারিয়ে ফেলেছিলেন এক সিরীয় মা। এরপর একে একে কেটে গেছে ১১টি বছর। এত বছরে আদরের সন্তানটিকে কোথাও না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু, শেষ পর্যন্ত ওমরাহ পালন করতে গিয়ে নিজের যক্ষের ধনকে ফিরে পেলেন ওই মা।
গালফ নিউজ বলছে, ১১ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধের মধ্যে যখন ভয়াবহ বোমা হামলায় গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছিল তখন নিজেদের ছোট্ট সন্তানটিকে হারিয়ে ফেলেন এক দম্পতি। পরে বিভিন্ন জায়গায় খুঁজেও পাননি ছেলেটিকে। কিন্তু এ মাসে ওমরাহ করতে গিয়ে দেখা হয়ে যায় মা-ছেলের।
১১ বছর পর মাকে দেখে ছেলের দৌঁড়ে এসে জড়িয়ে ধরার আবেগঘন দৃশ্যের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দৃশ্যটি নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।
গত মে মাসে প্রকাশিত সৌদি সরকারের এক পরিসংখ্যান বলছে, দেশটিতে প্রায় সাড়ে চার লাখ সিরিয়ান রয়েছে। ২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে সিরিয়ার হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।