যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেওয়ার পরে ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। রাজপরিবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।
এতে বলা হয়েছে, ৫০ বছর ধরে সিংহাসনে থাকা ৮২ বছর বয়সী মার্গারেট গত মঙ্গলবার রাতের পরীক্ষার করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন। এরপর তার অফিসিয়াল ডিউটি বাতিল করেছেন।
মার্গারেট এর আগে গত ফেব্রুয়ারিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই সময়ে, রাজপ্রাসাদ বলেছিল, তিনি করোনা টিকার তিনটি ডোজ নিয়েছেন।
গত সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথকে রাজকীয় মর্যাদায় লন্ডনের সেইন্ট জর্জ চ্যাপেলের কবরস্থানে সমাহিত করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। বিদেশি এই অতিথিদের মধ্যে ডেনমার্কের রানি ও রাষ্ট্রপ্রধান দ্বিতীয় মার্গারেটও ছিলেন।
অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষের পর সোমবারই দেশে ফিরে আসেন দ্বিতীয় মার্গারেট।